হেইলি স্মিথের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। তার অনুভূতি সম্পর্কে বিষয়টি কথা বলতে প্রস্তুত।

এই ধরনের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের সাথে কাজ করা খুবই কঠিন এবং জানা না কোন প্রস্তুতি হয়েছে তা আরো দুঃখজনক। হেইলি যে চেষ্টা করেছেন তা ব্যাকগ্রাউন্ডে প্রয়োজনীয় সনদপত্র সাবমিট করা ছিলেই, কিন্তু সফল হননি। ফেসবুকের সমর্থনের অভাবে সমস্যা সমাধান করা অত্যন্ত কঠিন হয়ে উঠছে। এমন অবস্থায় অতি দুঃখিত হওয়া স্বাভাবিক। ম্যাথিউর স্মৃতি ও সম্পর্কে এই প্রয়াস করা হেলাল এবং সন্তোষের বিষয়।

হেলির জন্য সম্বোধন করা যায় যে, এটা অনেকের জন্য কঠিন হতে পারে, কিন্তু তার প্রস্তুতির প্রতি তার প্রেরণা ও প্রেমের অবিচ্ছিন্ন সাক্ষাৎ রয়েছে। ম্যাথিউর স্মৃতি ও প্রেমের সাথে হেলির যোগাযোগ থাকবে সব সময় এবং তার কাজের প্রতিটি প্রস্তুতি ম্যাথিউর স্মৃতি ও বিশ্বাসের চিহ্ন হিসেবে হোক।

মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট কী? 

প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ সামাজিক মাধ্যম ব্যবহার করছে। ফলে মৃত্যুর পর কারো অনলাইনে উপস্থিতির কী হয় সেটি বেশ বড়সড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরও পড়তে পারেন: যখন এডলফ হিটলারকে গ্রেফতার করেছিলেন জন এফ কেনেডি ২০ মার্চ ২০২৪ বাংলাদেশের সাগরে কত প্রজাতির বিষধর সাপ আছে? ২০ মার্চ ২০২৪ যে ১১টি অভ্যাস মস্তিষ্কের ১২টা বাজাচ্ছে ৪ মার্চ ২০২৪ কোনো স্বজন সামাজিক মাধ্যমকে ব্যক্তির মৃত্যু সম্পর্কে না জানানো পর্যন্ত তার অ্যাকাউন্ট সক্রিয় থাকে। ঘনিষ্ঠ আত্মীয় মৃত্যুর খবর জানালে কিছু সামাজিক মাধ্যম প্রোফাইল বন্ধ করে দেয়ার সুযোগ দেয়। আবার কিছু সামাজিক মাধ্যম দেয় ভিন্ন বিকল্প। যেমন- মেটার মালিকানাধীন ফেসবুক ও ইন্সটাগ্রামে ব্যক্তির মৃত্যু সনদপত্র দিলে হয় অ্যাকাউন্টটি ডিলিট করে দেয়া হয়, অথবা মেমোরিয়ালাইজড করে দেয়া হয়- অর্থাৎ অ্যাকাউন্টটি একটি সময়ে আটকে যাবে এবং ব্যবহারকারীকে স্মরণ করবে। এসময় অন্যরা অ্যাকাউন্টটিতে ছবি ও স্মৃতি পোস্ট করতে পারবে।